সবুজ আহমেদ শামীম
রাত শেষে ফুল বাগানে
রঙিন প্রজাপতি এলো,
নতুন যত ফুল ফুটেছে
মধু নিয়ে গেলো !
একটু পরে এলো ভ্রমর
ফুলের মধু নিতে ,
আল্প কিছু মধু ছিল
সবটুকু নিলো ঠোঁটে !
আরো পরে পিঁপড়ে এলো
ফুলের মধু নিতে,
আহা ‘কি কান্ড নেই
মধুর ছিটে ফুটে !
পিঁপড়ে অনেক কষ্ট পেলো
ফাটলো ভিষণ রাগে ,
ফুলের মধু ফুরিয়ে গেছে
পিঁপড়ে আসার আগে !