ঝরা পাতা

34

সেলিম সিকদার

ব্যর্থ প্রেমের হৃদয় কেন্দ্রিক ভালোবাসাটা
হেমন্তে ঝরা পাতার মত হয়,
বসন্ত আসার আগে ভ্রমর হয়ে কেউ
শীতের শুরুতে জায়গা করে রয়।
কোথায় থেকে উড়ে এসে নতুন ভ্রমর
জায়গা করে নিলো মনের ঘরে,
শতশত রঙিন স্বপ্নগুলো ভেঙে গেলো
ঝরা পাতার মতো ঝরে পড়ে।
মিষ্টি রোদের দুপুরবেলা খেলছে খেলা
ছক্কার মতো গাছের কান্ড নড়ে,
বসন্তের ফুল ভেবে ছিলাম যারে
ঝরা পাতার মতো ঝরে পড়ে।
নিদ্রাহীন জোছনা রাতটি মাড়িয়ে যাওয়া
শুকনো পাতার মত শব্দ করে,
ব্যর্থ প্রেমিক হৃদয় কেন্দ্রিক ভালোবাসাটা
ঝরা পাতার মতো ঝরে পড়ে।
এমন প্রেম শিখিয়ে ব্যর্থতার সাজে
মরুদ্যান হয়েছে আজ লাল,
পাতা ঝরে পড়া ওই কাণ্ডের মতো
দুঃখের প্রেম নামক গাছের ডাল।