সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, দেশের ঐতিহ্যবাহি একটি আদালত হলো সিলেট জজ কোর্ট। এই আদালত প্রাঙ্গণকে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাছাড়া আদালত প্রাঙ্গণে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, যে কোন কাজ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করলে কোন কিছুই বাধা সৃষ্টি করতে পারেনা। সিলেট আইনজীবী সহকারী সমিতির এই কর্ম অন্যান্য সমিতিকে অনুপ্রাণিত করবে।
তিনি ৩ অক্টোবর বুধবার বিকেল ৩টায় সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার নিজস্ব অর্থায়নে নির্মিত আইনজীবী সহকারি ৫তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম সামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট ইমরান আহমদ, রকিব আলী খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সহকারি সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম ও ভারপ্রাত্ত কোষাধ্যকষ মোঃ নুরুল হক নাহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুলতান আহমদ চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন দিলীপ চন্দ্র দেব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সহকারি সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করেন সভাপতি হাজি জয়নাল আবেদিন, সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন আফাজ, বিরেন্দ্র চন্দ্র মল্লিক, মোঃ ফখরুল ইসলাম, সজীব কুমার চন্দ, সুলতান আহমদ চৌধুরী, শাহ মোঃ এমাদুল হক রাজন, শেখ হাসানুজ্জামান, মোঃ নুরুল হক নাহিদ, শাহ আব্দুল মতিন। বিজ্ঞপ্তি