জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ভাঙাচোরা বেহাল সড়ক মেরামতের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
২৩ অক্টোবর বুধবার দিন ব্যাপী পূর্বে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে জগন্নাথপুর-সিলেট সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। ধর্মঘট পালনে শ্রমিকরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা যায়। এতে যাত্রী-জনতা ভোগান্তির শিকার হন। অবশেষে বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা সড়কে মেরামত কাজ হবে বলে আশ^স্থ করলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম নিশ্চিত করেন। যে কারণে আবারো জগন্নাথপুর-সিলেট ভাঙাচোরা সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।