কানাইঘাটে শাবির প্রশাসনিক কর্মকর্তার গ্রামের বাড়িতে চুরি

11

কানাইঘাট থেকে সংবাদদাতা :
শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহমদের কানাইঘাট পৌরসভার নিজ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাওছার আহমদ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার সোনাতুলাকান্দি গ্রামের মৃত মাস্টার মুজম্মিল আলীর পুত্র ও সিলেট শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহমদের নিজ বাড়ীতে গত বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। বাড়ীতে থাকা কাওছার আহমদের মা চিকিৎসার জন্য সিলেট শহরে অবস্থান করায় এই সুযোগে ফাঁকা বসত ঘরের দরজা ভেঙ্গে চুরেরা ভিতরে প্রবেশ করে নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কাওছার আহমদ জানান, তিনি চাকুরীর সুবাদে পরিবার পরিজন নিয়ে সিলেট শহরে ভাড়া বাসায় বসবাস করেন। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায় সম্প্রতি সোনাতুলা কান্দিগ্রামে আরো ২/১ টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় খারাপ প্রকৃতির লোকেরা এসব চুরির সাথে জড়িত থাকতে পারেন বলে ধারনা করছেন স্থানীয়রা।