৩২টি পাখি উদ্ধারসহ বিক্রেতা আটক

10

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারস্থ ব্লু ওয়াটার শপিং সিটির কাছে বিক্রির সময় ১২টি বালিহাঁস ও ২০টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাখি বিক্রেতা মাহতাব হোসেনকে আটক করা হয়েছে। মাহতাব হোসেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের বাসিন্দা। এ সময় তার সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যায়।
জানা গেছে, জিন্দাবাজার থেকে পাখিসহ ৩ বিক্রেতাকে আটক করে রাখেন পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক শাকিল আহমদ সোহাগ, বিপ্লব দেব ও মাহবুব আলম তালুকদার। এরপর তারা বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমকে খবর দিলে তিনি আসার আগেই ২ জন বিক্রেতা পালিয়ে যান। পরে ১ জন বিক্রেতাকে ৩২টি পাখিসহ আটক করে বন বিভাগ সিলেটের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হবে।