সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী সকল খুনির ফাঁসির রায় কার্যকরের দাবিতে সিলেট সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শাহপরান ব্লক শোক র্যালি করেছে ।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে শাহপরান বাজার এলাকায় শোক র্যালি শেষে শাহপরান পয়েন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবলীগ নেতা ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। সদর উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ও শেখ মোহাম্মদ রনির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু, বাবুল আহমদ, জামাল আহমদ, তোফায়েল আহমেদ, সাহেদ আহমদ আনা, সাইফুল আলম, সোহেল আহমদ, কাদির আহমদ, ইউনুস আহমদ, বাদশা মিয়া, আইন উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুর রহমান, রিপন আহমদ, লিটন আহমদ, আব্দুর রহমান, কাপ্তান মিয়া, জাকির হোসেন, শাহিন আহমদ, শহিদ আহমদ, জুয়েল আহমদ, আতিক হাসান ডালিম, জালাল আহমদ, পাভেল আলী, আরাফাত আহমদ, সাফাত আহমদ, নূরে আলম, জুবায়ের আহমদ, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমদ চৌধুরী, সুমন আহমদ, রতন চন্দ্র রায়, জাহিদুল ইসলাম, রুবেল আহমদ, অপু তালুকদার, জুবেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, হাসান আহমদ, জামিল আহমদ, জিতু আহমদ, মুসা আহমদ, ছদরুল, আল আমিন, ইমন, কাউছার, আবির আহমদ. জাহেদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে খুনি চক্র এ দেশ থেকে বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করতে চেয়েছিল। ফাঁসির দন্ডপ্রাপ্ত সেসব খুনীদের অনেকেই এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
বক্তারা শোককে শক্তিকে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি