জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর – জেলা প্রশাসক

70

DC picকানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত সব ধরনের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি ডিজিটাল প্রক্রিয়া সহজ করন করার লক্ষ্যে এক্ষেত্রে জনগণকে সচেতন করার জন্য সরকারীভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তথ্য সেবার মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে উপকৃত হচ্ছেন। এতে একদিকে অর্থের অপচয় রোধ এবং সরকারী অফিস আদালতে দ্রুত সেবা গ্রহণের মাধ্যমে দুর্নীতিও কমেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস চালু হচ্ছে। তিনি আরো বলেন, গ্রামের সাধারণ মানুষকে তথ্য সেবার আওতায় আনার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারী উদ্যোগে প্রতিবছর ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবার পরিধি আরো গতিশীল করার জন্য তিনি উপজেলা প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক শহিদুল ইসলাম গতকাল রবিবার বেলা ২টায় একসেস টু ইনফরমেশন (অ২র) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে উপজেলা ডিজিটাল মেলা-২০১৫ এর শুভ উদ্বোধন পরবর্তী এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহেদ আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ্য। উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ডিজিটাল মেলার উদ্বোধনীর আগে জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপজেলা নবনির্মিত ভূমি অফিসের রেকর্ড রুমের শুভ উদ্বোধন পরবর্তী কানাইঘাট থানা পরিদর্শন করে ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং রায়গড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে ফলজ বৃক্ষ রোপনের শুভ উদ্বোধনও করেন। এসময় তার সাথে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলায় মোট ৭টি স্টল অংশগ্রহণ করে। এতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার গ্র“প প্রথম, কানাইঘাট থানা প্রশাসন দ্বিতীয় ও উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প তৃতীয় স্থান অধিকার করে তাদের মধ্যে সনদ তুলে দেন প্রধান অতিথি।