জিন্দাবাজারে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন

12

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টে এক সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনপুর্ব সভায় সভাপতিত্ব করেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, টিআই নিকিল জীবন চাকমা।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, ডা. মনির চৌধুরী, আহসান হাবিব, ইফতেখার হোসেন সুহেল, আব্দুল হাসিব, আব্দুল আজিজ, ইফতেখার হোসেন সুহেল, নুর কালাম প্রমুখ।
পথসভা শেষে সদস্যরা প্রায় ২ ঘন্টাব্যাপী জিন্দাবাজার পয়েন্টে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন। এ সময় তারা রাস্তার বাম লেন খোলা রাখেন, মটর সাইকেল চালকদের যারা হেলমেট পড়েননি তাদেরকে হেলমেট পরার আহ্বান জানান। বিজ্ঞপ্তি