কাজিরবাজার ডেস্ক :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে আজ শনিবার উপনির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন এলাকার এই আসনের উপনির্বাচনে আজ ৫ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত একটানা ১৭৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করার কথা রয়েছে।
জাতীয় সংসদের-২১ ও রংপুর-৩ এই আসনে চার লাখের বেশি ভোটারের রায় পেতে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ রয়েছেন।
জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে লড়াইয়ের মাঠে নেমেছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন জিয়ার মন্ত্রী সভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমান। বিএনপির মনোনয়ন পাওয়ায় রিটা রহমান তার দল ‘পিপলস পার্টি অব বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা দিয়েছেন। এছাড়া এনপিপির শফিউল আলম (আম), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল (দেওয়াল ঘড়ি) এবং গণফ্রন্টের কাজী মোঃ শহীদুল্লাহ বায়েজীদ (মাছ) প্রতীকে নির্বাচন করছেন।
ছয় প্রার্থীর মধ্যে ভোটারদের আলোচনায় এরশাদ পরিবারের দুই প্রার্থী সাদ এরশাদ, শাহরিয়ার আসিফ, অন্যদিকে বিএনপির রিটা রহমানের নাম বেশি আসছে।
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করার কথা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের ধারণা দেয়ার জন্য আগেই সাধারণ ভোটারদের জন্য মক ভোটিং করা হয়েছিল।
চার স্তরের নিরাপত্তার বলয় গড়ে তোলার কথা বলে তিনি জানান, নির্বাচনী এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। মাঠে থাকবে র্যাবের ২০ ইউনিট। পুলিশ-আনসার সদস্য থাকবে ৩ হাজার। সব কেন্দ্রে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে এই উপনির্বাচনে ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট আর চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন বলে জানান তিনি।
রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- রংপুর সেনানিবাস, রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড ছাড়া বাকিগুলো নিয়ে এই আসনটিতে এবারও ১৭৫টি কেন্দ্রের জন্য ১৭৫ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এক হাজার ২৩ এবং দুই হাজার ৪৬ পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।