সাদিক শামসুল
গভীর অন্ধকার ভেদ করে আলোর ঝলক
তামাম পৃথিবী গায়ে মাখে নূরের পরশ,
তাঁর আগমনে নড়ে ওঠে বাতিলের মসনদ
তাঁরই পরশে হারিয়ে যায় আঁধারে ঢাকা রাত।
তোমারি পবিত্র কদমে বেহেস্তর বিচ্যুরিত স্বাদ
শান্তির বাণি তাঁর সে প্রভুর আহবান,
তাঁর আহবানে কেটে যায় অন্ধকার
তামাম দুনিয়া হয়ে যায় ফুলেল বাগান।
লাত-মানাত লুন্ঠিত তখন মাটির বুকে
যে সকল পাথর ছিল তাদের গৌরবের,
ধীরে ধীরে ধ্বসে পড়ে সকল নকল নায়ক
তৌহিদের বাণি আসে ভেসে ঈমানের স্বর।
অন্ধকার পৃথিবীতে তুমি আলোর দিশারী
রিসালাতের আওয়াজে কেঁপে উঠে বাতিলের দোয়ার
ছিন্নভিন্ন হয়ে যায় বাতিলের লৌহ শিকল
দুরন্ত বেগে চলে সেই আলোর জোয়ার।