জগন্নাথপুরে রাণীগঞ্জ গণহত্যা দিবস পালিত

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় রাণীগঞ্জ আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার রাণীগঞ্জ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে স্মৃতি বিজড়িত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, শোকসভা, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাণীগঞ্জ শহীদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের স্মরণে শোকসভা, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজী আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীগঞ্জ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি কাজী নজরুল ইসলাম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাণীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আব্বাছ আলী। বক্তব্য রাখেন, মাওলানা আবদুল কাদির, আবদুল মালিক মাস্টার, আবুল কাশেম আকমল, আল আমিন ইসলাম ও ইসলাম উদ্দিন প্রমুখ। সভা শেষে সকল শহীদ ও গাজীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও শিরণি বিতরণ হয়।