জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা

13

জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় সিলেট নগরীর সাগরদীঘিরপারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন বক্স সালাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান আক্তার, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি আনিস রহমান, বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর ও জেলা সভাপতি নাজনীন আক্তার কনা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আখলাকুল আম্বিয়া, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক বদরুল আমিন, জেলা সাধারণ সম্পাদক শাহ জুনেদ আহমেদ। বক্তারা বলেন, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ অনেক দিনের পুরোনো সংগঠন। সেই সংগঠনেক শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন করার খুবই প্রয়োজন এবং সাংস্কৃতিক কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন।
সভায় সর্বসম্মতিক্রমে সাজ্জাদ হোসেনকে সভাপতি ও সেয়দ জাবের আহমেদকে সাধারণ সম্পাদক ১৭ সদস্য বিশিষ্ট জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয় সহ সভাপতি মাছুম আহমেদ, সহ সভাপতি রজনিত চন্দ্র কর, ফেরদৌস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুরকান আহমদ তালুকদার, সাহিত্য সম্পাদক শিল্পী কাঙ্গাল দুলাল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন, সদস্য সাজ্জাদুর রহমান, সেলিম আহমদ, রাজীব আহমদ, উপদেষ্টা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, শেখ তোরন মিয়া। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তানিশা আক্তার তুলি, বাহার উদ্দিন, কাঙ্গাল দুলাল। বিজ্ঞপ্তি