এইডেড হাই স্কুলে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি ইউনিট কমান্ডার মো. আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন করেন এবং তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্ত কিছু মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সাক্ষাৎকার গ্রহণে সহায়তায় করেন শিক্ষক মনোজিৎ শর্মা, নিখিল চক্রবর্তী, নাজিয়া তাসনিম সিদ্দিকা, খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ওমর চক্রবর্তীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে প্রশ্ন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফয়েজ আহমেদ, মো. আমিনুল হক, তাহমিদ হোসেন, মো. সুলতান, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরীকে প্রশ্ন করেন শিক্ষার্থী রাফাত খান, প্রশান্ত তালুকদার, পিয়াল হাসান ফাহিম, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি ইউনিট কমান্ডার মো. আকরাম আলী প্রশ্ন করেন শিক্ষার্থী বুরহান উদ্দিন, মো. তামিম আহমদ, আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়াকে বিভিন্ন প্রশ্ন করেন মো. আমিনুল হক, মো. ফাহিম, জুয়েল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি