কাজিরবাজার ডেস্ক :
অবশেষে আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সরকারী চাকরি আইন-২০১৮। বহুল প্রতীক্ষিত আইনটি কার্যকরের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারী আদেশ জারি করা হয়েছে। সরকারী চাকরি আইন-২০১৮ এর প্রথম অধ্যায়ের ৫ ধারায় বলা হয়েছে সরকার সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ থেকে নির্ধারণ করবে সেই তারিখ থেকে এই আইন কার্যকর হবে। ২০১৮ সালের ১৪ নবেম্বর সরকারী চাকরি আইনের গেজেট জারি হয়। সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আইন প্রণয়নের বাধ্যবাধকতা থাকলেও ইতোপূর্বে কোন সরকারই এ আইন প্রণয়ন করেনি। তারা বিধি, নীতিমালা ও প্রয়োজনমতো নির্দেশনাপত্র জারি করে সরকারী কর্মচারীদের পরিচালনা করে আসছেন।