শারদীয় দুর্গা পূজায় সিসিকের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেয়া হবে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতি বছরের মতো এবারও নগর ভবনকে আলোকসজ্জা করা হবে-থাকবে শুভেচ্ছা তোরণ, মহানগরীর পূজামন্ডপে পানি, বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘœ না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে।
তিনি রবিবার (২৯ সেপ্টেম্বর) নগর ভবনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিসিকের এসেসর চন্দন দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সচিব মোহাম্মদ বদরুল হক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর শান্তনু দত্ত্ব শন্তু, আজম খান, ইলিয়াছুর রহমান, এস এম সওকত আমীন তৌহিদ, আবুল কালাম আজাদ লায়েক, বিক্রম কর সম্রাট ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্যসহ আরও অনেকে। সভায় সিসিকের হিসার রক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি