সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিপুর সীমান্তে পৃথক অভিযানে গরু ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করেন বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, দোয়ারাবাজার উপজেলার সীমান্ত পিলার ১২৩২/৯-এস এর কাছ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তাহিরপুর উপজেলার সীমান্ত মেইন পিলার ১১৯৭ এর কাছ থেকে ২ হাজার ৬০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার মূল্য ৩৩ হাজার ৮০০ টাকা হবে।
এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।