পিইসি পরীক্ষা বাতিল সহ ৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষা কনভেনশন

9
৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে মিছিল।

পিইসি পরিক্ষা বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ সহ ৭ দফা’র ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে শনিবার এ শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক-অভিভাবক -রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে কনভেনশনটি অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সভাপতি নাযিরুল আজম এর পরিচালনায় ও নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস -এর সভাপতিত্বে কনভেনশনটি অনুষ্ঠিত হয়। কনভেনশন শুরুর পূর্বে ছাত্র ফ্রন্ট নগর, শাবিপ্রবি, মৌলভীবাজার, হবিগঞ্জ শাখা সুসজ্জ্বিত মিছিল সহকারে কনভেনশন স্থলে যোগদান করে।
কনভেনশনের শুরুতে কী নোট পাঠ করেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন।তারপর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর দ্বিশততম জন্ম বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট -এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, শাবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, গ্রীণ জেমস স্কুলের অধ্যক্ষ গোলাম রাব্বানী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সাংবাদিক সজল ছত্রী, সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস বন্ধু দাস, হবিগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আদিত্য রায় সানি এবং মৌলভীবাজার জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক রাখেশ পাল প্রমুখ। বিজ্ঞপ্তি