শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসিয়েশনের উদ্যোগে ১ম বারের মতো দুই দিনের জাতীয় ‘মেকনোভেশন’ অনুষ্ঠান শুরু হয়েছে। মেকানিক্স ভিত্তিক এ প্রতিযোগিতায় ৯টি বিশ্ববিদ্যালয়ের ৬৫টি টিমের ১৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ থেকে একটি আনন্দ র্যালি বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে যেয়ে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠানের কনভেনার স্কুল অব এপ্লাইড সাইন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেস এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘আমাদের গতানুগতিক লেখাপড়ায় মনোনিবেশ না করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। উদ্ভোবনের ক্ষেত্রে শাবি বর্তমানে অন্যতম স্থান অধিকার করেছে। তবে আমাদের দেশের মধ্যে সেরা হয়ে সন্তুষ্ট থাকলে হবে না। আমাদের উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান। অন্যান্যদের মধ্যে প্রভাষক মো. নুরুজ্জামান সাকিব, প্রভাষক নাফিজা আনজুমসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।