প্রেম খুঁজি

19

আরিফুল ইসলাম সাকিব

প্রেম তুমি দাও দেখা এসে বসো অন্তরে,
রাতদিন খুঁজে মরি আছো কোন প্রান্তরে?
নদপানে দেই চোখ তার মাঝে আছে জল,
রত থাকে প্রেম দিয়ে বুকজুড়ে টলমল।

পাহাড়ের বুক চিরে শোনা যায় অবিচল,
ঝর্ণারা ছুটে চলে প্রেম বহে কলকল।
চাঁদ-তারা করে খেলা রাত কেটে হয় ভোর,
লুকোচুরি করে প্রেম হোক যত রাত ঘোর।

ভব মাঝে চাই রয়ে তার সনে বায়ু জোড়,
তারাও তো করে প্রেম নেই তাতে কোনো শোর।
হৃদমাঝে খুঁজে দেখি নাই মিলে প্রেমমুখ,
প্রেম প্রেম আঁকি ছবি কোথা সেই প্রেমসুখ?

চাতকীর চাহনিতে আশা নিয়ে বুকে জোর,
যায় দিন যায় রাত দেখা নাই তবু তোর।
ফুল মাঝে দেখি আমি মৌমাছি করে প্রেম,
সবখানে প্রেম দেখি শুধু খালি এই ফ্রেম।