জাফলংয়ে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে – পরিবেশ মন্ত্রী

9

স্টাফ রিপোর্টার :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগেই প্রশাসনের প্রতি প্রয়োজনীয় আইনি নির্দেশনা প্রদান করা হয়েছিলো। তবে জাফলংয়ে পাথর ও বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে এবং সম্পূন্ন রুপে এটি বন্ধ করতে আজ আবারও আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে যাবো। গতকাল বুধবার ৭ অক্টোবর সিলেটে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। এসময় মন্ত্রী জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।