ফেরদৌসী খানম রীনা
সোনা ফলায় এই মাটিতে,
কৃষাণ দুপুর বেলা।
সারা দিন পরিশ্রম করে
কাজে নেই হেলা।
কৃষকের জন্য হয়,
দেশ ও দশের উন্নতি।
তাদের মত হোক সবার
সকল কাজে সুমতি।
তবেই হবে দেশের উন্নতি,
থাকবে সবাই ভালো।
জীবনে থাকবেনা দুঃখ,
জ্বলবে শুধু আলো।
কৃষি ও কৃষাণ আমাদের
অর্থনীতির প্রাণ।
কৃষাণের কর্মে থাকে,
দেশ ও দশের মান।.