শিক্ষায় পরিবর্তন এনেছে তথ্যপ্রযুক্তি -বাউবি উপাচার্য

21
দক্ষিণ সুরমার বাউবি আঞ্চলিক কেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি সহ অংশগ্রহণকারীবৃন্দ।

তথ্য-প্রযুক্তির বিপ্লবের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুনত্বের সঙ্গে ব্যপ্তিও বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ফলে মিশ্র পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় পাঠদান এবং পাঠগ্রহণে আমূল পরিবর্তন এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন  ‘Blended Teaching & Learning  এর দিকে অগ্রসর হচ্ছে। কেননা আগামীর বিশ্ব হবে কানেকটিভিটির বিশ্ব, যেখানে শিক্ষক Virtually Monitoring করবে শিক্ষার্থীদেরকে এবং সকল শিক্ষার্থী একে অপরের সাথে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার বাউবি আঞ্চলিক কেন্দ্রে দিনব্যাপী  ‘Blended Teaching & Learning for Teacher Educators’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাউবি’র রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাউবি’র সিলেটের আঞ্চলিক পরিচালক আবু আহসান এহতেশামুল হক।
অন্যান্যের মধ্যে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, সুনীল ইন্দু অধিকারী, রজত শুভ্র চক্রবর্তী, মো. হাবিবুর রহমান, সৈয়দ শাহ অবদুল ওয়াদুদ, জয়ন্ত দাশ, মো. জমির উদ্দিন, নেহারুন নেসা, ড. দিদার চৌধুরী, লিয়াকত শাহ ফরিদী, ডা. মনোজিত মজুমদার। বিজ্ঞপ্তি