শরৎ এলো

27

জিল্লুর রহমান পাটোয়ারী

শরৎ এলো ভাদরের সুখ,
ফুলে পাখিদের গান –
কাশবন হাসে পাখি নাচে গাছে,
মুগ্ধ মধুর টান।
শরৎ এলো কাশবন হাসে,
শুভ্র মেঘের আড়ে –
অপরূপ তার দৃশ্য রূপের,
মনটা যেনো কাড়ে।
মাঠে ঘাটে রূপ সবুজ ক্ষেতে,
শরৎ ভাদরে হাসে –
অপরূপ তার দৃশ্য মনোহর,
এই বাংলায় আসে।