রায়হান কিবরিয়া রাজু
কবির ভাষা বুঝতে হলে
কবিতা ভালবেসো ।
দুর আকাশে চেয়ে থেকে
মেঘের ভেলায় ভেসো
পাখির গানে ঠোঁট মিলিয়ে
বিজনে চলো পথ
আঁবছা আলোয় নিশির ডাকে
ভয়কে করো বধ ।
কবির ভাষা বুঝতে হলে
স্বদেশ ভালোবেসো ।
স্বনিশাণে বেঁধে খুলি
মুক্ত মনে হেসো ,
চরণ ধুলি স্নান কালে
অঙ্গে নিও মেখে !
দৃষ্টি মিলিয়ে সৃষ্টি নিও
স্বদেশের চোখ থেকে ।