পাকা তালের ঘ্রাণ

14

মাহাথির মোবারক

বর্ষা শেষে শরৎ ভেসে
নামছে নতুন কাল
সেই কালের-ঐ বায়না ধরতে
পাকছে গাছের তাল।

বুকল ফুটছে গাছের ডালে
শাপলা ফুটছে জলে
ফুল কুড়াতে যাবো আমি
ভরবো পুরো তলে।

এসব দেখে চোখ জুড়েছে
সখ জেগেছে মনে
গ্রামটা এবার ভরে গেছে
পাকা তালের ঘ্রাণে।