স্বাধীনতার একটি পাখি :
স্বাধীনতার একটি পাখি করুণ সুরে উঠল ডাকি,
সেই পাখিটির ডাকে সবাই মনের মাঝে দেশকে আঁকি।
স্বাধীনতার সেই পাখিটা ডেকেই বলে জেগে ওঠো আজ,
দেশকে গড়ার স্বপ্ন অনেক দেখো চেয়ে পড়ে আছে কাজ।
কৃষক শ্রমিক বীর জনতা আবার দেখো মুজিব ডাকে,
শেখ মুজিবের ছবি সেতো মনের মাঝে স্বপ্ন আঁকে।
স্বাধীনতার সেই পাখিটির নামটি হলো শেখ মুজিবুর,
সেই পাখিটি কোথায় আছে, আছে সবার হৃদয়পুর।