স্ত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ায় স্বামীর মামলা

61

স্টাফ রিপোর্টার :
স্ত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ায় মামলা দায়ের করেছেন স্বামী। নগরীর লালদীঘিরপার ইমা ৩৫/বি নং বাসার বাসিন্দা রাজু কুমার সিংহ বাদি হয়ে ডেফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রকে আসামী করে যোগাযোগ প্রযুক্তি আইনে কোতোয়ালী থানায়  এ মামলাটি দায়ের করেন। নং- ২৭ (৩০-০১-১৫)।
মামলার এজাহারনামীয় আসামী শুভ ব্যানার্জি (২৩) কমলগঞ্জ থানার আদমপুর গ্রামের রবীন্দ্র ব্যানার্জির পুত্র। সে ঢাকা কলাবাগ থানার শুক্রাবাদস্থ ডেফোডিল ইউনির্ভাসিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, রাজু কুমার সিংহের স্ত্রী অনন্যা শর্মা (২১) ঢাকা শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে অধ্যরত। শুভ ব্যানার্জি অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর ব্যক্তিগত কিছু ছবি সংগ্রহ করে এবং গত কয়েকদিন পূর্বে সে অনন্যা শর্মার নামে একটি ফেইসবুক আইডি খুলে। ওই আইডিতে অনান্যার ব্যক্তিগত কিছু ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেয়। ফলে রাজু ও তার স্ত্রীর মর্যাদা হানি এবং সমাজে সমালোচিত হন। এতে অনন্যা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই অন্যনার আত্মসম্মান হানির কারণে সে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন স্বামী রাজু। তাছাড়া শুভ ব্যানার্জি বিভিন্ন মোবাইলফোন থেকে অন্যনার মোবাইলফোনে অশ্লীল কথাবার্তা বলে আসছিল। এমনকি গত ২৯ জানুয়ারী বেলা ২ টা ৪৩ মিনিটে সিলেট নগরীর লালদীঘিরপার ইমা ৩৫/বি নং কলকাকলী বাসা থেকে শুভ ব্যানার্জি অশ্লীল কথাবার্তা ও অনন্যার সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের জন্য অনন্যা শর্মার ব্যবহৃত মোবাইলফোনে একটি এসএমএস পাঠায়। এতে তাদের পবিবার মানহানী ও তারা সমাজে সমালোচিত হচ্ছেন। মামলার বাদি কমলগঞ্জ থানার ভান্ডা রিগাঁও গ্রামের বংক সিংহের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ তারেক মোহাম্মদ মাসুদ জানান, আসামী শুভ ব্যানার্জিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।