স্টাফ রিপোর্টার :
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট শহর ও শহরতলীর বেশ কিছু এলাকায় আজ শুক্রবার নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট সূত্রে এ তথ্য জানা গেছে।
এলাকাগুলো হচ্ছে- বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সিলেট এর আওতাধীন কদমতলী, বরইকান্দি, মোমিনখলা, ভার্থখলা, পাঠানপাড়া, ভালকী, স্টেশন রোড, বাইপাস রোড, ঝালোপাড়া, খোজারখলা, লালাবাজার, মাসুকগঞ্জ বাজার, চন্ডিপুল, মকন দোকান, কুশিঘাট, সোনারগাঁও, নভাগী, ছনুপাড়া, সিলেট বাইপাস, জালালপুর রোড, বিসিক এলাকা, কায়েস্তরাইল, বারখলা, কদমতলী বাস টার্মিনাল, বঙ্গবীর রোড, শিববাড়ি, জৈনপুর, গোটাটিকর, কামালবাজার , তালুকদার পাড়া, আলমপুর-সহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ১১টা পযন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই কারণে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীন ব্রিজ, নবাব রোড, রামের দীঘিরপার, সুরমা মার্কেট, তোপখানা, লালাদীঘিরপার, মজুমদার পাড়া, শামীমাবাদ আ/এ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ ,ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘির পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকায় শুক্রবার সকাল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উল্লেখিত সময়ে গ্রাহকদের অনাকাঙ্খিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।