পাঠানটুলা থেকে ৮ জুয়াড়ী আটক

40
র‌্যাবের অভিযানে আটক ৮ জুয়াড়ি।

স্টাফ রিপোর্টার :
নগরীর পাঠানটুলা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাধীসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্কলার্স হোম স্কুলের পাশে (শ্রাবনী আবাসিক এলাকা) রাস্তার মুখে রইছ মিয়ার চায়ের দোকান এর ভিতরে পিছনের অংশে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
আটককৃতরা হচ্ছে, বিয়ানীবাজারের বর্তমানে পাঠানটুলার বাসিন্দা মোঃ কামরান হোসেন (১৯), সুনামগঞ্জের বর্তমানে পাঠানটুলার বাসিন্দা মোঃ কবির ইসলাম (২৮), নগরীর সুবিদবাজারের আবু বক্কর (৩০), এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার মোঃ রুমন (২১), নগরীর শ্রাবনী আবাসিক এলাকার উজ্জলের কলোনীর বাসিন্দা মোঃ আব্দুল মিয়া (১৮), নগরীর লামাবাজার শেখপাড়ার মোঃ ওবায়েদুল্লাহ (২৯), পাঠানটুলা এলাকার মোঃ আমশির (৩৬) ও সুবিদবাজার মিয়া ফাজিল চিশতি ছালেক মিয়ার কলোনীর বাসিন্দা ছোটন আলী (২৮)। গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।