শাবি থেকে সংবাদদাতা :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব। সেই সাথে অবিলম্বে বহিষ্কার প্রত্যাহারপূর্বক বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনকে স্বৈরাচারমূলক আচরণের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রতিবাদ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কথিত অভিযোগে জিনিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী এবং একই সাথে তা নারীকে দমিয়ে রাখতে পুরুষতান্ত্রিক ধৃষ্টতা ও স্বৈরশাসনকেই প্রতিষ্ঠা করে বলে মনে করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।