পল্লীসংগীত ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে গণসচেতনতা রক্ষায় প্রচারাভিযান পরিচালনা করেছে জেলা তথ্য অফিস

8

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় পল্লী সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনগনকে সচেতন করার লক্ষ্যে প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রচারাভিযান পরিচালনার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত সদর উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারে এই প্রচারাভিযান পরিচালিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তার এর দিক নির্দেশনায় তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীগন এই প্রচারাভিযান পরিচালনা করেন। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ,করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার সুরক্ষা,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ,মাদক এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে পল্লীসংগীত পরিবেশন ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।