আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম। উদ্বোধনী খেলায় ছাতক পৌরসভা ও ইসলামপুর ইউনিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ইসলামপুর ইউনিয়ন দল বিজয়ী হয়। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, এএসপি সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা রাজিব চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন প্রমূখ।
উদ্বোধনী খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।