স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাট ও মৌলভীবাজার থেকে ফেনসিডিল ও বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত বুধবার বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকগুলো উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাট থানার ফুলতেছলগ্রামের মো: বাবুল মিয়ার পুত্র মো: সজিব শিকদার (১৭) ও মৌলভীবাজার জেলার জুড়ি থানার বটনীঘাট গ্রামের মো: আলা উদ্দিন চৌধুরীর পুত্র মো: আশরাফ উদ্দিন চৌধুরী (২৬)।
র্যাব-৯ জানায়, বুধবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ফুলতেছলগ্রামস্থ’ পানিছাপড়া হাওর এর উত্তর পাড়ের পাশের্^ ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: সজিব শিকদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এদিকে একইদিন রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন ভোগতেরা যাত্রী ছাউনীর সামনে (কুলাউড়া-জুড়িগামী হাইওয়ে) অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: আশরাফ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।