লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ও স্ট্যান্ডার ব্যাংকের সাবেক চেয়ারম্যান লায়ন কাজী আকরাম উদ্দীন আহমদ পিএমজেএফ বলেছেন, মানবতার কল্যাণ সাধন করাই আমাদের লায়নিজমের মূল উদ্দেশ্যে। সমাজের দারিদ্র্য পীড়িত অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি গত ৭ সেপ্টেম্বর শনিবার রাতে নগরীর স্টেশন ক্লাব মিলনায়তনে সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আছমা আক্তার কামরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্র“পের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের এরিয়া লীডার লায়ন নাজমুল হক পিএমজেএফ, মালটিপোল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ডাঃ এরশাদ হোসাইন রানা পিএমজেএফ, লায়ন ডিস্ট্রিক্ট-৩১৫ বি-১ বাংলাদেশের গভর্ণর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন বেনজির আহমদ পিএমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাছিরুল হক, লায়ন প্রফেসর জুলেখা বেগম জুই, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন সাহেনা রহমান, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন লায়ন হাবিবুর রহমান এমজেএফ, লায়ন ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৩ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আলহাজ¦ আব্দুল হক এমজেএফ।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী লায়ন গৌতম লাল দত্তের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন এডভোকেট কাজী মাইন উদ্দীন আহমদ। আনুগত্য শপথ পাঠ করেন লায়ন আমিন উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন লায়ন শামসুল আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সেক্রেটারী লায়ন হারুন আল রশিদ দীপু এমজেএফ। ধন্যবাদ বক্তব্য রাখেন সাবেক জেলা গভর্নর লায়ন ডাঃ আজিজুর রহমান। বিজ্ঞপ্তি