৫ দফা দাবিতে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতির মানববন্ধন

13
করোনা মহামারিতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলা।

করোনা মহামারিতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলা। রবিবার (২১ জুলাই) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দাবিগুলো হলো: বাসাভাড়া, দোকানভাড়া ও কর্মচারীদের বেতনভাতা বাবদ সরকারী সহায়তা চাই, মাইক ও সাউন্ড পেশার সাথে জড়িত অসহায় সকলের জন্যে জরুরী খাদ্য সহায়তা চাই, আমাদের প্রতিষ্ঠানগুলো সচল রাখতে শর্তহীন বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ চাই, এই পেশায় জড়িত সকল ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারীর সরকারী রেশন কার্ড চাই, সংশ্লিষ্ট সকলের চিকিৎসার নিশ্চয়তা চাই।
মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শাহ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরী সদস্য রাজু দাসের পরিচালনায় বক্তব্য রাখেন মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক নাজিকুল ইসলাম ভূঞা, অর্থ সম্পাদক মহেশ ঘোষ মাইক এন্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন সিলেট প্রচার ম্যান কল্যাণ সমিতির আসলাম মিয়া।
মানববন্ধন কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক রথীন্দ্র দাস, কার্যকরী সদস্য শাহীন আহমদ, সাবেক সহ-সভাপতি উত্তম ঘোষ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ দারা মিয়া, বিশ্বনাথ থানার সংগঠক আব্দুল হান্নান হৃদয়, শিবেরবাজারের সংগঠক আফতাব আলী, আলকাস মিয়া, কামাল বাজারের সংগঠক রহমান আলী, টুকেরবাজারের সংগঠক হাফিজ জুবায়ের আহমদ, টিলাগড়-মেজরটিলার সংগঠক শাওন কর। আরোও উপস্থিত ছিলেন মাইক এন্ড শ্রমিক কল্যাণ সমিতি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক রহিম আহমদ, সাংগঠনিক সস্পাদক উজ্জ্বল আহমদ, অর্থ ও প্রচার সম্পাদক রফিক আহমদ সহ আরো অনেক ব্যবসায়ী, শ্রমিক কর্মচারী। বিজ্ঞপ্তি