ধানের শীষ পেলেন যারা

65

কাজিরবাজার ডেস্ক :
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে দলের প্রার্থীদেরকে মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। তবে বেশিরভাগ আসনেই তারা একক প্রার্থী বাছতে পারেনি।
সোমবার বিকাল থেকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এই ফরম বিতরণ শুরু হয়। দলীয় চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার জন্য বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে মনোনয়ন দেয়ার কথা জানিয়ে চিঠি বিতরণ শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, জ্যেষ্ঠ নেতারা ছাড়া বেশিরভাগ আসনেই দুইজন প্রার্থী রাখা হয়েছে। কোথাও তিনজন, এমনকি চারজন প্রার্থীও আছে।
যারা পেয়েছেন মনোনয়ন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর বিভাগে যেসব আসনে মনোনয়ন নিশ্চিত করা গেছে, সেগুলো হলো:
পঞ্চগড়-১: নওশাদ জমির, পঞ্চগড়-২: তাসনিয়া প্রধান (জাগপা)।
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-২ পাবে জামায়াত।
দিনাজপুর-১: মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ , দিনাজপুর-২: সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল দোলন, দিনাজপুর-৪: হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫: রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬: লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম ম-ল।
রংপুর-১: মোকাররম হোসেন সুজন, রংপুর-২: ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩: মোজাফফর আহমেদ ও রিতা রহমান, রংপুর-৪: এমদাদুল হক ভরসা, রংপুর-৫: সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬: তাইফুল ইসলাম।
লালমনিরহাট-১: মোশারফ রহমান
নীলফামারী-১: ন্যান্সি রহমান/রফিকুল ইসলাম, নীলফামারী-৪: বেবী নাজনিন ও আমজাদ হোসেন।
কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা/তার স্ত্রী শামীমা রহমান আপন, কুড়িগ্রাম-২: সোহেল হোসেন কায়কোবাদ/আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজবিরুল ইসলাম/আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪: মোখলেছুর রহমান/আজিজুর রহমান।
গাইবান্ধা-১: খন্দকার জিয়া ইসলাম/মাজহারুল ইসলাম, গাইবান্ধা-২:মাহমুদুন্নবী টুটুল/আহাদ আহমেদ, গাইবান্ধা-৩: মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪: ওবায়দুল হক/ফারুক আলম, গাইবান্ধা-৫: হাসান আলী/ফারুক কবীর/মঞ্জুরুল ইসলাম।
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু।
খুলনা বিভাগ
সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২: আবদুল খালেদ (জামায়াত), সাতক্ষীরা-৩: রবিউল বাশার, সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম।
ঝিনাইদহ-১: আসাদুজ্জামান আসাদ/আবদুল ওয়াহাব, ঝিনাইদহ-২: আবদুল মজিদ/এস এম মশিউর রহমান, ঝিনাইদহ-৩: মেহেদী হাসান রনি/মনির খান, ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ/শহীদুজ্জামান বেল্টু।
রাজশাহী বিভাগ
রাজশাহী-১: আমিনুল হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: শফিকুল হক মিলন, রাজশাহী-৪: আবু হেনা, রাজশাহী-৫: নাদিম মোস্তফা, রাজশাহী-৬: আবু সাইদ চাঁন।
চাঁপাইনবাবগঞ্জ-১: শাহজাহান মিয়া ও বেলালি বাকি চাঁপাইনবাবগঞ্জ-২: আনওয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওহেদ/হারুন অর রশিদ।
নাটোর-১: তাইফুল ইসলাম টিপু/কামরুন্নাহার শিরীন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু/সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩: দাউদার মাহমুদ/ আনোয়ার ইসলাম আনু, নাটোর-৪: আবদুল আজিজ।
বগুড়া-৬: বেগম খালেদা জিয়া, বগুড়া-৭: বেগম খালেদা জিয়া।
জয়পুরহাট-১: ফয়সাল আলীম/ফজলুর রহমান, জয়পুরহাট-২: আবু ইউসুফ খলিখুর রহমান/গোলাম মোস্তফা।
পাবনা-৫: শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নওগাঁ-১: সালেক চৌধুরী/মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: শামসুজ্জোহা খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩ রবিউল আলম বুলেট/পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪শামসুল ইসলাম আলম/একরামুল বারী টিটো, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু/নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির/রেজাউল ইসলাম রেজু।
সিরাজগঞ্জ-১: কনক চাঁপা/নাজমুল হাসান রানা, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু/রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩: আইনুল হক/আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪: রফিকুল ইসলাম খান (জামায়াত), সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান আলিম/রকিবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জ-৬: কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস/এম এ মুহিত।
বরিশাল বিভাগ
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন/আবদুস সোবহান, বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সর্দার শরফুদ্দিন সান্টু/শহীদুল হক জামাল, বরিশাল-৩: সেলিমা রহমান/জয়নুল আবেদীন, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ/রাজিব আহসান, বরিশাল-৫: মজিবুর রহমান সরোয়ার/এবাদুল হক চাঁন, বরিশাল-৬: আবুল হোসেন/রশিদ খান।
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: শহীদুল আলম তালুকদার/মুনির হোসেন/সুরাইয়া আক্তার চৌধুরী/সালমা আলম, পটুয়াখালী-৩: হাসান মামুন/মো. শাহজাহান, পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন/মনিরুজ্জামান মনির।
ঝালকাঠি-১: শাহজাহান ওমর/ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২: ইলেন ভুট্টো/জেবা আহমেদ খান।
বরগুনা-১: মতিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি।
ভোলা-১: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)/গোলাম নবী আলমগীর, ভোলা-২ হাফিজ ইব্রাহিম/রফিকুল ইসলাম মনির, ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ/কামাল হোসেন, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম/নুরুল ইসলাম নয়ন।
পিরোজপুর-১ আসন শরিককে ছেড়েছে বিএনপি। পিরোজপুর-৩ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া।
ঢাকা বিভাগ
ঢাকা-২: আমান উল্লাহ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬: আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা-৮: হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯: মির্জা আব্বাস, ঢাকা-৪: সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: কাজী আবুল বাশার, ঢাকা-১৩: আব্দুস সালাম।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-৪: এ জেড এম জাহিদ হোসেন/ওয়াহাব আকন্দ নেত্রকোণা-১: আবদুল করিম আব্বাসী (এলডিপি)।
সিলেট বিভাগ
সিলেট-১: ইনাম আহমেদ চৌধুরী, সিলেট-২ তাহসীনা রুশদির লুনা।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী হলেন হুইপ মো. শাহাব উদ্দিন। এই আসনে তার বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফন্টের প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয় ঐক্যের শীর্ষ নেতা, সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী এখন নিশ্চিত করা হয়নি। নাম শোনা যাচ্ছে বিকল্পধারা হয়ে বিএনপির এম এম শাহীনের।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) ধানের শীষ প্রতীকে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফন্টের প্রার্থী প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ছেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) ধানের শীষ প্রতীকে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফন্টের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। আর এই আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ ও মহাজোটের ৬ষ্ট বারের এমপি প্রার্থী সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।
চট্টগাম বিভাগ
কুমিল্লা-১ ও ২: খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৭: রেদোয়ান আহমেদ (এলডিপি)।
নোয়াখালী-১: মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২: জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৪: মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫: মওদুদ আহমদ, নোয়াখালী-৬: ফজলুল আজিম।
লক্ষ্মীপুর-১: শাহাদত হোসেন সেলিম (এলডিপি), লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪: আশরাফউদ্দিন নিজান।
ফেনী-১: বেগম খালেদা জিয়া, ফেনী-২: জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু।
চট্টগ্রাম-৮: এম মোর্শেদ খান, চট্টগ্রাম-১৪: অলি আহমেদ (এলডিপি)।