দলবদলের বাজারে সেরা রিয়াল মাদ্রিদ

11

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
চলতি মাসের শুরুতেই ট্রান্সফার উইন্ডো বন্ধ হল। এই মৌসুমে দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এডেন হ্যাজার্ড, মত তারকা খেলোয়াড় দলে ভেড়াতে পারলেও আরো অনেক খেলোয়াড়কে নানা জটিলতার কারণে দলে আনা সম্ভব হয়নি। তাহলে হয়তো অংকের হিসেবটা আরো বড় হত।
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সর্বোচ্চ খরুচে দলগুলোর প্রথম তিনটি দলই স্প্যানিশ। সর্বসাকুল্যে ৩০৫ মিলিয়ন ইউরো খরচ করে শীর্ষ অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, ২৫৫ মিলিয়ন ইউরো খরচ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। ২৪৩ মিলিয়ন ইউরো খরচ করে তিন নম্বরে অবস্থান করছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
সর্বোচ্চ খরুচে দলের তালিকায় প্রথম অবস্থানে থাকলেও চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচে রিয়ালের সংগ্রহ পাঁচ পয়েন্ট। এদিকে বার্সেলোনার অবস্থা আরো বাজে। তিন ম্যাচের মাত্র একটিতে পেয়েছে জয়ের দেখা। তিন পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম অবস্থানে আছে দলটি। শতভাগ জয় সুনিশ্চিত করে প্রথমস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ট্রান্সফার উইন্ডোতে সর্বোচ্চ খরুচে দলের তালিকা:
১.রিয়াল মাদ্রিদ: ৩০৫ মিলিয়ন ইউরো
২.বার্সেলোনা: ২৫৫ মিলিয়ন ইউরো
৩.অ্যাতলেটিকো মাদ্রিদ: ২৪৩ মিলিয়ন ইউরো
৪.জুভেন্টাস:১৮৯ মিলিয়ন ইউরো
৫.ম্যানচেস্টার সিটি: ১৬৮ মিলিয়ন ইউরো
৬.ম্যানচেস্টার ইউনাইটেড: ১৫৯ মিলিয়ন ইউরো
৭.সেভিয়া: ১৫৮ মিলিয়ন ইউরো
৮.আর্সেনাল: ১৫২ মিলিয়ন ইউরো
৯.অ্যাস্টন ভিয়া: ১৪২ মিলিয়ন ইউরো
১০.ইন্টার মিলান: ১৩৮ মিলিয়ন ইউরো