সিলেট জেলা কারাতে প্রতিযোগিতার উদ্বোধন ॥ খেলাধূলা সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে

17

সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘ক্রিকেট সকার সিলেট জেলা কারাতে প্রতিযোগিতা’। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখে। খেলাধূলা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে সেই সাথে মানুষের সাথে মিশতে শেখায়। খেলাধূলার সাথে সম্পৃক্ত শিশুরা কখনো বাজে কাজে জড়িত হয় না। শিশুদের নিয়ে মাঠে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সিলেটে বিভিন্ন খেলার জন্য অনেকগুলো একাডেমি গড়ে উঠেছে। যেখানে শিশুদের খেলাধূলার পাশাপাশি শরীরচর্চাও করানো হয়। এসব একাডেমি শিশুদের খেলাধূলায় সম্পৃক্ত করার একটি অন্যতম মাধ্যম।
সেলিম আরো বলেন, কারাতে এমন একটি খেলা যেটি খেলাধূলারও অংশ আবার দৈনন্দিন জীবনেও কাজে আসে। একজন কারাতে জানা মানুষ ছোটখাট বিপদে নিজের আত্মরক্ষা করতে পারে। বিশেষ করে মেয়েদের জন্য এটি অনেক প্রয়োজন।
এ প্রতিযোগিতার ২৩টি ইভেন্টে সিলেট বিভাগের ১৪টি একাডেমির মোট ২১০ খেলোয়াড় অংশগ্রহণ করছে।
সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার অনুপ কান্তি দাস। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সৌমিক। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করিম নোমান। পরে জাতীয় সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।
উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কারাতে এসোসিয়েশনের ক্রীড়া সংগঠক ইশতিয়াক আলী সুমন, আল আমিন উল্লাহ রাসেল, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল তালুকদার, জাজ কাওসার আহমেদ, মহিলা জাজ এএসআই লতা পারভীন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি মোজাম্মেল হক মিলন, শফিক আহমদ, জিএম আশরাফুল ইসলাম, শুকুর আলী, মাহফুজুর রহমান, কারাতে প্রশিক্ষক মোয়াজ্জেম হোসেন, আফজাল ইসলাম, ফয়েজ রহমান, জসীম উদ্দিন, উশু কোচ আনোয়ার হোসেন, একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, চিফ ফটোগ্রাফার এস এম সুজন, ওয়াহিদ মিয়া, বেলাল হোসেন বুলবুল, হাসিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, রাজু আহমদ, বক্সিং কোচ খালেদ আহমদ, মো. মকবুল হোসাইন, আবির আল আজাদ, সারোয়ার আহমেদ, ফাহিম আহমেদ, একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী এবং ফটোগ্রাফার মিঠু দাস জয় প্রমুখ। বিজ্ঞপ্তি