শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম বলেছেন, প্রযুক্তি এবং বিজ্ঞান ছাড়া কোন রাষ্ট্রের, সমাজের, কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা আমাদের করতে হবে। তিনি বলেন, তোমরা ক্ষুদে হলেও, ক্ষুদে বিজ্ঞানী নও। এসব বিজ্ঞান মেলায় অংশগ্রহণের ফলে তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বা সুবিজ্ঞানী বের করা সম্ভব হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব কম বয়েসেই হয়ে ওঠে সাধারণ থেকে অসাধারণ। এর কারণ হচ্ছে বিজ্ঞান। তিনি বলেন, বাংলাদেশকে আমাদের পৃথিবীর সর্বচ্চ উন্নত দেশ গুলোর কাতারে নিতে হবে। তাই সোনার বাংলা করতে হলে ক্রমাগত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোন মতেই সম্ভব নয়।
তিনি ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে দুইদিন ব্যাপী পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার সমাপনী অধিবেশনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে প্রধান অতিথি ৫টি স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসনাত।
১ম অধিবেশন ও কুইজ প্রতিযোগিতায় প্রধান ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গির কবির আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার।
বক্তব্য রাখেন, প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক নুসরত হক, পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার আহ্বায়ক সুলতানা রোকেয়া পারভীন, স্বাগত বক্তব্য রাখেন পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার সমন্বয়ক রেজাউল করিম।
রিয়াশা ও আদৃতা তালুকদারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহানা বেগম, অরুন কান্তি সরকার, সমীরন দাস, কৃপাময়, তারেক, শহীদুল ইসলাম, জেসমিন আরা বেগম, রাফিজা বেগম, মায়া বেগম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিফতাহুল জান্নাত মুমু ও গীতা পাঠ করেন অধিতি ধর। বিজ্ঞপ্তি