স্টাফ রিপোর্টার :
লালবাজারে বিক্রির জন্য উঠেছে প্রায় ১৫০ কেজি ওজনের একটি বাঘ মাছ। গতকাল বুধবার বিকেলে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা। তবে কাঙ্খিত দর না ওঠায় আজ বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে জানিয়েছেন তিনি।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এছাড়া আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাছটি কেটে কেজি হিসেবেই বিক্রি করা হবে। এজন্য মাছ কেজি প্রতি সাড়ে তিনহাজার এবং লেজ ও মাথার অংশের কেজি প্রতি আড়াই হাজার টাকা দর নির্ধারণ করে নাম তালিকাভুক্তি চলছে। ইতোমধ্যে ৫০জনের অধিক আগ্রহী ক্রেতা নাম তালিকাভুক্তি করে গেছেন বলেও জানান তিনি।