ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসপি ফরিদ উদ্দিন ॥ নারী ও শিশুর প্রতি সহনশীল আচরণ করুন

6
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মশালায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, থানায় কর্মরত সকল শিশু বান্ধব কর্মকর্তাকে নারী ও শিশুর প্রতি সহনশীল আচরনের নির্দেশ প্রদান করেছেন। তিনি আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, সিলেট জেলায় নারী ও শিশু সংক্রান্ত যে কোন প্রয়োজনে প্রতিটি থানায় একজন কর্মকর্তা নিয়োগের পাশাপাশি তার সহিত যোগাযোগের জন্য ইতিমধ্যে সরকারিভাবে হ্যান্ডসেট ও কর্পোরেট সীম বরাদ্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে শিশু সংক্রান্ত যে কোন সমস্যায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। গতকাল বুধবার সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ২দিন ব্যাপী থানায় স্থাপিত শিশু হেল্প ডেক্স এ কর্মরত কর্মকর্তাদের “নারী ও শিশু সুরক্ষা এবং শিশু আইন-২০১৩” সংক্রান্ত কর্মশালার উদ্বোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট এর ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফাল্গুনী পুরকায়স্থের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহ্বুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান।