সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডিস মশা নিধন প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালত এলাকায় ২টি ফগার মেশিনে মশা নিধন ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিলির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি, এডিস মশা নিধন প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ কে.এম. রাশেদুজ্জামান রাজা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সমিতির সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট, সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট, যুগ্ম সম্পাদক শংকর লাল দাস এডভোকেট, জোহরা জেসমিন এডভোকেট, সহ সভাপতি এখলাছুর রহমান এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান এডভোকেট, সাইফুল ইসলাম এডভোকেট, এডিশনাল পি.পি. সামছুল ইসলাম এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, সিনিয়র সদস্য কামাল হোসাইন এডভোকেট, রেদওয়ান আহমদ চৌধুরী এডভোকেট, বদরুল ইসলাম চৌধুরী এডভোকেট, মোস্তফা শাহিন চৌধুরী এডভোকেট, লাইব্রেরী সম্পাদক এম. আবদুল করিম আকবরী এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক রাশিদা সাঈদা খানম এডভোকেট, সহ সমাজ বিষয়ক সম্পাদক আলী হায়দার ফারুক এডভোকেট, সহ সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, মোঃ রবিউল ইসলাম এডভোকেট, মোঃ আব্দুল্লাহ আল হেলাল এডভোকেট, সহ নির্বাচন কমিশনার নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল হক সেলিম এডভোকেট, আব্দুছ ছাত্তার এডভোকেট, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন এডভোকেট ও সাবেক সহ সম্পাদক মুমিনুর রহমান টিটু এডভোকেট, ইকবাল আহমদ এডভোকেট, বিজয় কুমার দেব ভুলু এডভোকেট, মোঃ আজমল হোসেন এডভোকেট, মানিক উদ্দিন এডভোকেট, রেদয়ানুল ইসলাম এডভোকেট, আরিফ আহমদ এডভোকেট, আবু ফাহাদ এডভোকেট, কানন আলম এডভোকেট, কবির আহমদ এডভোকেট, কাওছার আহমদ এডভোকেট, মিজানু রহমান এডভোকেট, শহিদুল ইসলাম এডভোকেট, মোস্তাক আহমদ এডভোকেট, মাছুম বিল্লাহ চৌধুরী এডভোকেট, একরামুল হাসান এডভোকেট প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশা নিধন করে শহরকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি