বিশ্ব কুষ্ঠ দিবস পালন, বিভাগে ৫১জন রোগী শনাক্ত

32

“বৈষম্য, অপবাদ আর কুসংস্কার, কুষ্ঠরোগের প্রতি না থাকুক আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান হীড বাংলাদেশ ও দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি লাক্কাতুরা চা-বাগানে চা-জনগোষ্ঠীদের মাঝে এ রোগ রোধকল্পে উন্মুক্ত আলোচনা হয়। পরে এক র‌্যালী বাগানের বিভিন্ন ফটক প্রদক্ষিণ করে।
সিলেট বিভাগের কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা পরেশ চন্দ্র দেবনাথ বলেন, সরকারের ‘জাতীয় কুষ্ঠ উচ্ছেদ’ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের তথ্যমতে, গতবছর পর্যন্ত সিলেট বিভাগে এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫১ জন। তিনি বলেন, এখন পর্যন্ত পৃথিবীব্যাপী জনস্বাস্থের জন্য এ রোগটি হুমকি হিসেবে বিরাজ করছে। তাই এটি নির্মূল ও প্রতিরোধের জন্য বাংলাদেশ সরকার সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আক্রান্ত দেশসমূহ একযোগে কাজ করছে। বিজ্ঞপ্তি