এক তর্জনীর বাংলাদেশ

5

মোঃ হাসু কবির :

এক তর্জনী প্রকাশ করে
অধিকারের ভাষা
প্রেরণা দেয় জীবন দিয়ে
দেশকে ভালোবাসা।

এক তর্জনী স্বপ্ন আশার
বাতি হয়ে জ্বলে
দেশ মাতৃকার মুক্তির তরে
জীবন দিতে বলে।

এক তর্জনী সাহস বাড়ায়
শত্রু রুখে দিতে
স্বাধীন হতে উৎসাহ দেয়
বুলেট বুকে নিতে।

এক তর্জনী ঐক্য গড়ে
পথে নামায় ঢল
শত্রুর বংশ করতে ধ্বংস
বাড়ায় মনোবল।

এক তর্জনীর ইশারাতেই
বাংলাদেশকে পাই
সেই তর্জনী বঙ্গবন্ধুর
অন্য কারো নাই।