শরৎ কালে

9

লতিফুল ইসলাম :

শরৎ কালে গগন জুড়ে শুভ্র মেঘের খেলা
বানের জলে ছোট্ট শিশু ভাসে নিয়ে ভেলা।
রাতের আকাশ আলোর ছটা শশীর আগমনে
জোনাকিরা জ্বালায় বাতি পাশে বেতের বনে।
শরৎ এলে তালগাছেতে পাকা তালের ঘ্রাণ
গাঁয়ের বঁধুর তালের পিঠা জুড়ায় মন ও প্রাণ।
নদীর ধারের কাশবনেতে ফোটা শুভ্র ফুল
হাওয়ায় দোলে এদিক ওদিক যেনো কানের দুল।
বিলের জলে শাপলা ফোটে দেখতে লাগে বেশ
গাঁয়ের মেয়ে শাপলা দিয়ে বানায় মাথার কেশ।
নদীর ভরা যৌবনেতে হাঁসেরা করে খেলা
ভাওয়াইয়া গেয়ে বৈঠা চালায় মাঝি বিকেল বেলা।
সাঁঝের বেলা বকের সারি ফেরে বাঁশের ঝাড়ে
দ্যুলোক জুড়ে পাখির দোলা হৃদয় যেনো কাড়ে।
শরৎ এলে সোনালী ইলিশ ধরা পরে জালে
মাছ ধরতে মাঝি ছোটে নদী বিল ও খালে।