জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল সমাবেশ ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনকে গুমের ষড়যন্ত্র অবৈধ সরকারের পতনকে ত্বরান্বিত করবে

40

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা আলী আহমদ বলেছেন, অবৈধ ক্ষমতা ও বন্দুকের জোরে বাকশালী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা বেশামাল হয়ে পড়েছেন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে ফ্যাসীবাদি সরকার ভীত সন্ত্রস্থ হয়ে পাগলের প্রলাপ শুরু করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে উদ্ভট, কাল্পনিক ও গাঁজাখোড়ী বক্তব্য কোন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব নয়। বিএনপির যুগ্ম মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিনকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীরা ধরে নিয়ে অস্বীকারের মাধ্যমে গুম করার ষড়যন্ত্র করছেন। সরকারের লোকেরা সালাহউদ্দিনকে গুম করে এ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্ভট কল্পকাহিনীমূলক বক্তব্য জাতিকে বিক্ষুব্ধ করেছে। এর পরিণতি ভাল হবে না। অবিলম্বে সালাহউদ্দিন, ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
তিনি গতকাল রবিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আহূত হরতাল-অবরোধের সমর্থনে ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর দরগা গেইট এলাকায় সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন এর সভাপতিত্ব ছাত্রদল নেতা সৈয়দ সারোয়ার রেজা ও অলি চৌধুরীর যৌথ পরিচালনায়  অনুষ্ঠিত মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা বেলায়েত হুসেন মোহন, সুহেল মাহমুদ, মইনুল ইসলাম মঞ্জু, আফসর খান, আবু হানিফ, এম এ মতিন, কবির আহমদ, লায়েক আহমদ, জামিল আহমদ তালুকদার, বিবুদেব শুভ, শাবি সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জোতি এষ, মোবারক হুসেন তুহিন, সুহেল ইবনে রাজা, আশরাফুল হক, শামিম আলী, মুনিম আহমদ, রাসেল আহমদ রিদয়, মোঃ আল আমিন, ইমাম উজনে রাসেল, মেহরাজ ভুঈয়া পলাশ, নওরাজ আহমদ মুশফাক, জহিরুল ইসলাম আলাল, আব্দুল মালিক আতিক, সাদিক আহমদ মারজান, সিরাজুল হক রুবেল, জুনেদ আহমদ, রাকিবুল হাসান হারুন, আসরাফুল ইসলাম, আবির হুসেন মনজ্জিল, সুলতান আহমদ, জামাল আহমদ, শেখ আরমান, রিদয় আহমদ, বিবেক আহমদ, শাহিন আহমদ, আমিন আহমদ, এডভোকেট জুনেদ, আলী আশরাফ, শিপন আহমদ, রুবেল, নজরুল, সামাদ ও ফয়জুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি