গোলাপগঞ্জে গৃহবধূর উপর হামলার ঘটনায় পলাতক দুই আসামী আটক

68

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে গৃহবধূকে হামলার ঘটনায় ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামীকে জেলে পাঠিয়েছেন আদালত। গত বছরের অক্টোবর মাসে উপজেলার বুধবারীবাজার ইউপির বাণিগাজী গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী শিপা বেগম বাদী হয়ে সিলেট সিনিয়র জুডিশিয়াল ১ম আদালতে আটককৃত আসামীসহ একই গ্রামের ৪জনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেন। ২০/১০/১৭ইং আদালতের নির্দেশে গোলাপগঞ্জ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। আর এই মামলার পলাতক আসামী ছিল তারা। আটককৃরা হলেন,বুধবারীবাজার ইউপির বাণিগাজী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মামলার প্রধান আসামী হোসেন আহমদ (২৬) ও বিয়ানীবাজার থানার কসবা গ্রামের নূরুল ইসলামের ছেলে ২য় আসামী খালেদ আহমদ (২৭)। ওই মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আজিজ উদ্দিন প্রতিবেদককে জানান,ওই মামলার আসামীরা দীর্ঘদিন থেকে বাদীকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল। প্রায় ৩ মাস পালিয়ে থাকার পর আসামীরা গতকাল সোমবার হামলাকারীরা জামিনের জন্য সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য গত বছরের ৮ই অক্টোবর মামলার বাদী শিপা বেগম স্বামী সেলিম উদ্দিন ও ১২ বছরের ছেলে শাফীকে নিয়ে স্থানীয় একটি বাজার থেকে বাড়ী ফেরার পথে আটককৃত আসামীসহ ৪জন দেশিয় অস্ত্র দিয়ে শিপার স্বামী ও শিপার উপর হামলা চালায়। এ সময় শিপার স্বামীর ডান হাতের দুটি আঙ্গুল দ্বিখন্ডিত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা বাদীর নিকট আত্মীয় বলে জানা যায়। সেলিম উদ্দিনের দুটি আঙ্গুল এখন নষ্টের পথে।