দক্ষিণ সুরমায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

20

ষ্টাফ রিপোর্টার  :
দক্ষিণ সুরমা থেকে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কানাইঘাট উপজেলার ডালাইচর গ্রামের মৃত কুতুব আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদ (৩২) ও সুনামগঞ্জ সদরের ষোলঘর এলাকার মো. সুলতান মিয়ার স্ত্রী বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার ভার্তখলার হাসিম মিয়ার কলোনীর বাসিন্দা গাঁজা ব্যবসায়ী জিয়াসমিন আাক্তার (৩৫)।
র‌্যাব জানায়, গত শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নগরীর মোমিনখলাস্থ শাহজালাল (র.) ফিলিং ষ্টেশনে সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
এদিকে, ডিবি পুলিশ জানায়, গত শনিবার বিকেল পোনে ৫টায় এসআই মাহাবুর আলম মন্ডল, এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই ভূলন চন্দ্র দেব, এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্তখলাস্থ শফিক মিয়ার কলোনীর নাজমা আক্তার ওরফে নাজুর ভাড়াঘর থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ জিয়াসমিন আক্তারকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।