কাঞ্চন দাশ
মৌমাছিরা উড়ে বেড়ায়
বনের ফুলে ফুলে
মধুবরণ ফুলগুলো সব
মনের মতো দোলে।
ফুল থেকে মধু নিয়ে
বাঁধে মৌচাক
মিলেমিশে কাজ করে
বেঁধে সব ঝাঁক।
দূর থেকে দূরে যায়
ডানা মেলে দিয়ে
উড়ে চলে সবাই তাই
মনেতে খুশি নিয়ে।
কাজ করে দল বেঁধে
লাগে তাই ভালো
তোমাদের সাথে করে
মোরে নিয়ে চলো।